Image description

ভারতের বেঙ্গালুরু শহরের কেআর পুরম রেলওয়ে স্টেশনের কাছে ধর্ষণের শিকার হয়েছেন বিহারের এক নারী। বুধবার (২ এপ্রিল) গভীর রাতে এই নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর অভিযোগ, তার ভাইকে আটকে রেখে অভিযুক্তরা তাকে টেনেহিঁচড়ে নির্যাতন চালায়। ঘটনার পর মহাদেবপুর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আসিফ ও সৈয়দ মুশার, যারা কর্ণাটকের কোলারের মুলাবাগিলু শহরের বাসিন্দা। 

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী কেরালায় কাজ করছিলেন এবং বিহারে নিজের শহরে ফিরছিলেন। তিনি তার ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরু রেলস্টেশনে পৌঁছান। রাত দেড়টার দিকে খাবার কিনতে মহাদেবপুরা এলাকায় যাচ্ছিলেন তারা। তখন দুই অভিযুক্ত তাদের পথ আটকে দাঁড়ায়। এক অভিযুক্ত নারীর ভাইকে আটকে রাখে, অন্য অভিযুক্ত নারীকে টেনে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। 

স্থানীয়রা নারীর চিৎকার শুনে এগিয়ে এসে একজন অভিযুক্তকে ধরে ফেলে। পুলিশ পরে ওই অভিযুক্তকে হস্তান্তর করে। ঘটনাস্থলে পৌঁছানোর পর রাতের টহলরত মহাদেবপুরা থানার পুলিশ আরেকজনকে গ্রেপ্তার করে। 

বেঙ্গালুরু পুলিশের হোয়াইটফিল্ড ডেপুটি কমিশনার জানিয়েছেন, আসিফের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং সৈয়দ মুশারের বিরুদ্ধে ওই নারীর ভাইকে আটকে রাখার অভিযোগ রয়েছে। এই বর্বরোচিত ঘটনায় মহাদেবপুরা থানায় মামলা করা হয়েছে।