
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। স্থানীয় সময় আজ শনিবার ভোর ৬টা ৪ মিনিটে এই ভূমিকম্প হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে পাপুয়া নিউগিনির ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯।
ভূমিকম্পের উত্তপত্তিস্থল ছিল দেশটির ওয়েস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কিম্বে শহরের ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পোমিও জেলার ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রথম দফা ভূমিকম্পের পর ৩০ মিনিট ধরে অন্তত ৪টি আফটার শক হয়েছে বলে জানা গেছে।
পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছিল ইএমএসসি ও ইউএসজিএস। তবে পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।
Comments