গাজায় গণহত্যার বিশ্বব্যাপী প্রতিবাদের মধ্যে ট্রাম্পের সঙ্গে দেখা করতে আমেরিকায় নেতানিয়াহু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল। বর্বর ও নির্বিচার এই হামলার মধ্যেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। একইসঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে দেওয়া হয়েছে সাধারণ ধর্মঘটের ডাক। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার হাঙ্গেরি থেকে আমেরিকায় গেছেন তিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ অনুযায়ী, স্থানীয় সময় সোমবার নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। গাজায় চলমান যুদ্ধ ও হামাসের পক্ষ থেকে যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের দাবির পরিপ্রেক্ষিতে উইটকফের উপস্থিতিতে ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড ট্রাম্পের শুল্ক নীতির তত্ত্বাবধানের দায়িত্বে আছেন। বৈঠকে ইসরায়েলের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে আলোচনা হতে পারে।
সফরের কথা ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নেতানিয়াহু রোববার বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন। নেতানিয়াহুর এই সফর মঙ্গলবার পর্যন্ত হওয়ার কথা থাকলেও সময়সীমা বাড়ানো যেতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
Comments