Image description

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় একটি ওষুধের গুদামে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতে ইউক্রেনের দূতাবাস অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনীয় দূতাবাস বলেছে, ‘শনিবার ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়া ভারতকে ‘বিশেষ বন্ধু’ বলে দাবি করলেও তারা ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা কুসুমের তৈরি শিশু ও বয়স্কদের ওষুধগুলো ধ্বংস করেছে।’

ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তের মালিকানাধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ওষুধ কোম্পানিগুলোর একটি। কুসুমের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, কুসুমের উৎপাদিত গুরুত্বপূর্ণ ওষুধগুলো সারা ইউক্রেনে বিক্রি হয়। রুশ বাহিনীর হামলায় গুদামে থাকা বিপুল পরিমাণ ওষুধ ধ্বংস হয়েছে।

ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আজ সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস করেছে। এখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল। রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।’