Image description

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ ঘোষণা করেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশির ভাগ অংশে শিগগিরই তাদের সামরিক অভিযান ‘জোরালোভাবে’ সম্প্রসারিত করা হবে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা উপত্যকার দক্ষিণে একটি ‘নিরাপত্তা অঞ্চলের’ নিয়ন্ত্রণ নিয়েছে বলেও জানান তিনি, যা এটা রাফা ও খান ইউনিস শহরকে পৃথক করেছে।

এর মধ্যে খান ইউনিস ও আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে আকাশপথে হামলার কড়া জবাব দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। যদিও হামাস কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে।

প্রসঙ্গত, টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ থেকে গাজায় হামাসের ওপর ফের হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে গাজায় আরও বিশাল এলাকা দখল করেছে। আর হাজারো গাজাবাসীকে নতুন করে বাস্তুচ্যুত করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দেন, শিগগির গাজার আরও বেশির ভাগ এলাকাজুড়ে বিস্তৃত হামলা জোরদার করবে ইসরায়েলের সামরিক বাহিনী। এসব এলাকার যুদ্ধক্ষেত্রগুলো থেকে মানুষদের সরিয়ে নিতে হবে। হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করে আনা এবং যুদ্ধের অবসানের এটাই শেষ মুহূর্ত।

সূত্র : বিবিসি