Image description

ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলায় নিহত বেড়ে অন্তত ২০ জন হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পর্যটকদের টার্গেট করে এলোপাতাড়ি গুলি চালায় একদল ‘সন্ত্রাসী’। এতে অনেকে আহত হয়েছেন। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ২৬ জন নিহতের তথ্য জানানো হয়। আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ২০ জনের বেশি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, অন্তত ৫ জন নিহত হয়েছেন। 

এদিকে, ঘটনার পরপরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাশ্মীরে যেতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সৌদি আরব থেকে ফোনে এই নির্দেশ দেন। এরই মধ্যে অমিত শাহ শ্রীনগরের উদ্দেশে রওনাও হয়েছেন।  

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, হামলার স্থান থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত এবং কয়েকজন নারী যন্ত্রণায় কাঁদছেন। স্থানীয়রা তাদের সাহায্যের জন্য ছুটে আসছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের ওপর গুলি চালায়, যার ফলে অনেকে আহত হয়। 

বৈসরন পাহেলগাম পাহাড়ি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়ার গাড়িতে করেই সেখানে পৌঁছানো যায়। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। 

জম্মু ওকাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলোর মধ্যে বেশ জনপ্রিয় পাহেলগাম। প্রতি বছর সেখানে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। পুলিশ বলছে, এক দল পর্যটক ট্রেকিং করছিলেন। সেই দলটিকেই নিশানা করে হামলাকারীরা। তবে তারা সংখ্যায় কত জন ছিল, তা জানা যায়নি। আগামী জুলাইয়ে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তার আগেই পর্যটকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে।