কলম্বিয়ার ফ্লোরিডাব্লাঙ্কায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ। অনলাইনে তিনি ‘বাইকারগার্ল’ নামেই বেশি পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বছর।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ডেইলি মেইল স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৬ নভেম্বর বাইক চালানোর সময় লেন পরিবর্তন করতে গিয়ে দুই ট্রাকের মাঝখানে পড়ে নিয়ন্ত্রণ হারান সোফিয়া। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় পরিবহন কর্মকর্তা জাহির আন্দ্রেস কাস্তেলানোস জানান, দুটি গাড়ির মাঝখান দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। প্রথমে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন এবং পরক্ষণেই অন্য পাশ থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়।
এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই সোফিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আশা করি আজ কোনো দুর্ঘটনা ঘটবে না, কারণ আমি চশমা ছাড়াই বাইক চালাচ্ছি।” জানা গেছে, বাইক চালানোর সময় তিনি যে চশমাটি নিয়মিত ব্যবহার করতেন, সেটি হারিয়ে ফেলেছিলেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিচ্ছে। অন্য কোনো চালকের ভুলের কারণে এই মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




Comments