ভারতীয় সেনাবাহিনী বঙ্গোপসাগরে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের কমব্যাট লঞ্চ সফলভাবে সম্পন্ন করেছে। ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ কমান্ড ও তিন বাহিনীর আন্দামান-নিকোবর কমান্ড যৌথভাবে পরীক্ষাটি পরিচালনা করে।
স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) বঙ্গোপসাগরের একটি পরীক্ষামূলক এলাকায় কমব্যাট লঞ্চ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। খবর- ইন্ডিয়ান এক্সপ্রেসের
সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, সোমবার বঙ্গোপসাগরের একটি পরীক্ষাকেন্দ্র থেকে এই মিসাইলটি পরীক্ষা চালানো হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের ব্রহ্মস ইউনিট এবং আন্দামান ও নিকোবর কমান্ডের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। সম্পূর্ণ মিশনটি ছিল অত্যন্ত সমন্বিত ও সুনির্দিষ্টভাবে পরিকল্পিত।
মন্ত্রণালয় আরও দাবি করেছে, উন্নত গাইডেন্স ও কন্ট্রোল সিস্টেমযুক্ত এই মিসাইলটি উচ্চগতির স্থিতিশীলতা ও নির্ভুল বৈশিষ্ট্য বজায় রেখে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে পরিচালিত এই পরীক্ষায় সব ধরনের অপারেশনাল লক্ষ্য অর্জিত হয়েছে। এতে সেনাবাহিনীর ব্রহ্মস ইউনিটগুলোর প্রস্তুতি এবং উদীয়মান যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক নির্ভুল আঘাত হানার সক্ষমতা আবারও প্রমাণিত হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ সফল এই পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সকলের পেশাদারিত্বের প্রশংসা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সফল এই পরীক্ষা সেনাবাহিনীর দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি এটি ভারতের দেশীয়ভাবে তৈরি মিসাইল ব্যবস্থার নির্ভরযোগ্যতা, কার্যকারিতা ও লক্ষ্যমাত্রায় নির্ভুলভাবে আঘাত হানার দিকটিই তুলে ধরেছে।




Comments