Image description

তুরস্কের দক্ষিণাঞ্চলে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে দেশটির আদানা ও গাজিয়ানতেপ সংযোগকারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির (এএ) তথ্য অনুযায়ী, আদানা ও গাজিয়ানতেপকে সংযোগকারী মহাসড়কে ভোরের আগে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবিরতির সময় টায়ার ফেটে থেমে থাকা একটি আর্টিকুলেটেড লরির পেছনে দ্রুতগামী একটি কোচ গিয়ে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান দিকের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, যা থেকে বোঝা যায় যে সেটি লরির পেছনে গিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছিল। ঘটনাস্থলটি গাজিয়ানতেপ থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৫ মাইল) দূরে।

ওসমানিয়ে গভর্নর কার্যালয়ের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, নিহত ও আহত সবাই বাসের যাত্রী ছিলেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

লরি চালক দুর্ঘটনায় বেঁচে গেলেও তাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।