ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা বা ‘দ্য ডে আফটার’ পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠক করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইসরায়েলি গণমাধ্যম ‘কান’-এর বরাতে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক সম্পর্কে অবহিত সূত্রগুলো জানিয়েছে, গাজার নির্দিষ্ট কিছু এলাকায় প্রশাসনিক দায়িত্ব পালনে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) যুক্ত করার একটি উদ্যোগ নিয়ে কাজ করছেন টনি ব্লেয়ার। পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঠামোগত সংস্কারের শর্তে প্রথমে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে। এটি সফল হলে পরবর্তীতে তা স্থায়ী রূপ পেতে পারে।
যদিও নেতানিয়াহুর দপ্তর এই গোপন বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, তবে জানা গেছে—ইসরায়েলের নিরাপত্তা নীতিনির্ধারকরা প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছেন এবং তারা এটি সরাসরি নাকচ করে দেননি। পরিকল্পনাটি এগিয়ে নিতে ব্লেয়ার বিভিন্ন আরব দেশের সঙ্গেও যোগাযোগ রাখছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা প্রশাসন পরিচালনার জন্য একটি বিশেষ পরিষদ গঠনের উদ্যোগ নিতে পারেন, যার নেতৃত্বে টনি ব্লেয়ারের নাম আলোচনায় রয়েছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর সঙ্গে তার সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গত দুই বছরে গাজায় ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত ১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও প্রতিনিয়ত তা লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে এবং ইসরায়েলি হামলায় প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে।




Comments