Image description

দেশের সকল আদালতের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (২৪ জুলাই) প্রশাসনের পক্ষে আদালতের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান।

নতুন সময়সূচি অনুযায়ী, সান্ধ্য আইন (কারফিউ) শিথিল থাকা সাপেক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া ৪টা মিনিট পর্যন্ত চলবে।

একই সঙ্গে সান্ধ্য আইন চলাকালে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সব দপ্তর ও শাখা আগের সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এ ছাড়া কারফিউ শিথিল থাকাকালে জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের সঙ্গে যৌথ সমন্বয় করে আদালত ও অফিসের সময় নির্ধারণ করবেন। সেই সঙ্গে বিচারক, কর্মকর্তা ও কর্মচারী এবং আইনজীবীদের অবহিত করে বিচার কার্যক্রম পরিচালনা করবেন।

স্থানীয় রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আদালতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলে আপিল বা হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালত বন্ধ থাকবে।

মানবকণ্ঠ/আরএইচটি