Image description

দেশব্যাপী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা শতাধিক মামলায় সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্যসহ ৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক দুই বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিভিন্ন থানার মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. শরীফুর রহমান ও মো. ইমরান আহম্মেদের পৃথক দুটি আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে যাদের

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক ডিসি মশিউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফী।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর বিভিন্ন সময়ে আসামিদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের একাধিক মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে। তারা বর্তমানে সবাই কারাগারে আটক রয়েছেন।