কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে আবদুল হাই কানুর পাঠানো লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
২৫ লাখ টাকা চাঁদা দাবি, জুতার মালা পরানোয় ১০০ কোটি টাকার মানহানি এবং মারধরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে আটক করে পুলিশ। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলায় আটক পাঁচজনের মধ্যে একজনকে আসামি করা হয়েছে। আর দুজনের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, সেদিন তারা আমাকে মারধর করেছে কিন্তু সেগুলোর ভিডিও করেনি। শুধু জুতার মালা পরানোর সময় ভিডিও করেছে। আমি এই অপমানের বিচার চাই। মূল যারা ঘটনা ঘটিয়েছে (বহিষ্কৃত জামায়াত সমর্থক আবুল হাশেম ও অহিদুর রহমান) তারা এখনো গ্রেপ্তার হয়নি। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানাই।
ওসি এ টি এম আক্তার উজ জামান বলেন, আবুল হাশেম ও অহিদুর রহমানসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Comments