মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
২০১৯ সালের ২৩ অক্টোবর, আপিল বিভাগ এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতনসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগে আজহারকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
২০১৫ সালে তার আইনজীবীরা রিভিউ আবেদন করে, দাবি করেন যে আজহার নির্দোষ।
মানবকণ্ঠ/আরআই
Comments