Image description

তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একজন তথ্য কমিশনারের বিষয়ে রাষ্ট্রপতির নিকট প্রতিবেদন প্রেরণ করেছে।’

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান বলেছেন, তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে এ সপ্তাহে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনটি পাঠানো হয়েছে।’

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ আগস্ট তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান মাসুদা ভাট্টি।

প্রসঙ্গত, ২০১৮ সালে মাসুদা ভাট্টির সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের (প্রয়াত) একটি টেলিভিশন অনুষ্ঠানে মন্তব্যকে কেন্দ্র করে মইনুল হোসেনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। কারাবরণও করতে হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। ওই ঘটনায় মাসুদা ভাট্টি বিভিন্ন মহলে আলোচনায় আসেন।

মানবকণ্ঠ/আরএইচটি