
শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত কুদ্দুস বেপারীসহ (৫৪) মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে ৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশ ও র্যাবের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, দুকুদ্দুস বেপারীকে গ্রেপ্তারের ব্যাপারে বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ রোববার বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সামনে ব্রিফ করবেন। বরিশালের রুপাতলিতে র্যাব-৮ ব্যাটালিয়ান সদরে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
অন্যদিকে নাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান জানিয়েছেন, পৃথক অভিযানে ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এর আগে শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রায় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
Comments