আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলা
তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
আইসিটির প্রসিকিউটর মিজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মরদেহ পোড়ানোর মামলায় এর আগে পুলিশের আরও দুই সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ ছাড়া গোলাম মর্তুজা নামের এক ব্যক্তিকে ৪৭ দিন গুম রাখার অভিযোগের মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোয়াইলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামে জুলাই আন্দোলনে গুলি করে হত্যা মামলায় যুবলীগ নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
Comments