রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার হয়েছেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সাংবাদিক শওকত মাহমুদকে। রোববার রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
একই অভিযোগে এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তার সহযোগী এস এম গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তার করেছিলো ডিবি।
মামলার অভিযোগে বলা হয়, এনায়েত করিম অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতে ৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। ১৩ সেপ্টেম্বর সকালে রাজধানীর মিন্টো রোডে একটি প্রাডো গাড়িতে চড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করে পুলিশ।
এবার একই মামলায় গ্রেপ্তার হলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।




Comments