Image description

চলে গেলেন ভাষা আন্দোলন নিয়ে প্রথম রচিত কবিতার কবি মাহবুব উল আলম চৌধুরীর স্ত্রী লেখিকা জওশন আরা রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিন রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ মাগরিব জওশন আরা রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী গোরস্তানে স্বামী মাহবুব উল আলম চৌধুরীর কবরে তাকে শায়িত করা হবে।

প্রসঙ্গত, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পর মাহবুব উল আলম চৌধুরী একুশে ফেব্রুয়ারির প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ লেখেন।  

মানবকণ্ঠ/এআই