Image description

ভীষণ রকমের মন খারাপ, আকাশে বৃষ্টি নেই, 
জীবন্ত মানুষকে মেরে ফেলে একদল শরীরী মৃত মানুষ,
হাকডাক তোড়জোড় থেমে যায় অকস্মাৎ,
নিরবে নিভৃতে নেমে আসে নিশাচর রাত 
বিপ্লবীরা হয়ে ওঠে প্রতিঘাতের সৈনিক,
শ্রেণী বদলের সূর্য উত্তাপ ছড়ানোর অপেক্ষায়, 
নগর জুড়ে হত্যাকারীরা সুযোগ বুঝে তাদের পেশা বদলায়,

মায়েরা জেনে গেছে তার সন্তান নাম লিখেছে খুনিদের দলে, 
সংগ্রামের চরিত্র বেহাত বিপ্লবে অস্থিরতায় রক্তচায় ভয়ংকর কৌশলে, 
ভীষণ রকমের মন খারাপ, এই শরতে কাশফুলের মুক্তি নেই।
যে স্লোগানে মন ধরেছিল একদল বিপ্লবী যুবকের-
যারা রাজপথের সন্ন্যাসী হয়ে মুক্তির ধ্যানে মগ্ন ছিল
যাদের জন্য কবি লিখেছিল সেই সত্য-অমোঘ বাণী 
নাটিকার প্রারম্ভে মঞ্চে আজ তাদের নিয়েই কানাকানি, ভীষণ রকমের মন খারাপ তাই,
আবারো কি এই বর্ষায়, আমরা খুনিদের পুনর্বাসন চাই?