Image description

এবার ঈদুল ফিতরে লম্বা ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা সর্বোচ্চ চার দিনের ছুটি পেতে পারেন। গত বছর পহেলা বৈশাখসহ দুটি বিশেষ ছুটির কারণে ৬ দিন ছুটি মিললেও এবার সর্বোচ্চ ৪ দিনের বেশি ছুটি মিলবে না। তবে ছুটি তিনদিন হবে না চারদিন হবে, এ নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবে আলোচনা চলছে। শিগগিরই এ ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসবে।

জানতে চাইলে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) কোষাধ্যক্ষ ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, এবার ঈদের ছুটি নিয়ে হকার সমিতির সঙ্গে বৈঠক হয়েছে। ছুটি নিয়ে আজ-কালকের মধ্যে সিদ্ধান্ত জানতে পারবেন।

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, এবার সর্বোচ্চ চারদিনের ছুটি বিষয়ে আলোচনা হচ্ছে এতটুকু জানি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে এবার লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদ উপলক্ষ্যে এর মধ্যে পাঁচদিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার পাঁচ দিনের ঘোষিত ছুটির আগে-পরে আছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। ফলে এবার কার্যত লম্বা ছুটি পাবেন তারা। ঈদের আগে ও পরে ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা থাকবে।