Image description

দেশের চার অঞ্চলে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে।
  
একই সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও উল্লেখ করা হয় সতর্কবার্তায়।
 
এদিকে, সকাল ৯টায় দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 
উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমলেও অন্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মানবকণ্ঠ/আরএইচটি