জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, তাদের সংগঠনের নামে ভুয়া কল দেওয়া হচ্ছে। ১৬০০০ নম্বরটি এই ফাউন্ডেশনের ফোন নম্বর। এই নম্বর থেকে শহীদ পরিবারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
সারজিস আলম জানান, জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে সহযোগিতা করবে। আগামীকাল শনিবার (২ নভেম্বর) থেকে তাঁদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া শুরু হবে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, চারটি সেগমেন্টে চেক হস্তান্তরের কাজ করা হবে। আট বিভাগেই চলবে এ কার্যক্রম। তবে প্রথম ধাপে থাকছে ঢাকা বিভাগ।
সারজিস জানান, বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে যা ফাউন্ডেশনের নম্বর নয়। প্রত্যেকটি টাকার হিসাব যেন দেওয়া যায় সেভাবেই কাজ করা হচ্ছে। প্রত্যেক শহীদ পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ এবং আহত পরিবারকে এক লাখ টাকা দেওয়া হচ্ছে। তবে যারা কর্মক্ষমতা হারিয়েছে তাদেরকে স্থায়ীভাবে ভাতা দেওয়ার পরিকল্পনা চলছে বলেও জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।
Comments