ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচন অফিসগুলোর কতটুকু ক্ষতি হয়েছে তা সরেজমিন খতিয়ে দেখতে ৬টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিটিগুলোকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. হেলাল উদ্দিন খানের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যেসব আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন (ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য উল্লেখপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ) দাখিলের জন্য নির্দেশিত হয়ে অঞ্চলভিত্তিক ৬টি কমিটি গঠন করা হলো।
কমিটির কার্যপরিধি : ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসসমূহ সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত করা। আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসসমূহের মালামাল ও গাড়ির ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য সংগ্রহ করা। এর সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম গ্রহণ করা। সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাইবাছাই ও পরীক্ষা নিরীক্ষা করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করা।
ছয়জন উপসচিবকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট পৃথক পৃথক ৬টি কমিটি গঠন করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই
Comments