বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশের পর্যটন শিল্পকে পরিবেশবান্ধব এবং টেকসইভাবে উন্নত করতে হবে, যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়। তিনি বলেন, "প্রকৃতির পরিচর্যা করে যদি আমরা পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারি, তবে তা টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।"
দেশের প্রতিটি অঞ্চল অপার সৌন্দর্য ও বৈচিত্র্যে সমৃদ্ধ, যা পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হাসান আরিফ আরো বলেন, "দেশের স্থানীয় ঐতিহ্য ও বৈচিত্র্যকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করা সম্ভব।"
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান। বক্তব্য রাখেন ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, ফাতেমা রহিম ভীনা প্রমুখ।
মানবকণ্ঠ/এসআরএস
Comments