'সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না' বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন । বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনকক্ষে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,‘আমরা ব্যবসায় বেশিসংখ্যক মানুষের সংযোগ বাড়াতে চাই। এর মাধ্যমে বাজারে সরবরাহ বাড়বে। গুটিকয় ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না। চাহিদা ও জোগানে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। উৎপাদন বাড়াতে হবে। বাজার অস্থিতিশীল করতে সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে ডিও ও এসও (সরবরাহ আদেশ) বিক্রি হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সনাতন লেনদেনের কাঠামো পরিবর্তন করতে হবে। লেনদেনে স্বচ্ছতা আনতে হবে। পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে ক্রয়–বিক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে। শুধু ডিও বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের এ থেকে বেরিয়ে আসতে হবে।
টিসিবির সার্বিক কার্যক্রম নিয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে টিসিবির প্রতিটি ট্রাকে ৩৫০ জনের জন্য পণ্য বরাদ্দ দেওয়া হচ্ছে। এটি বাড়িয়ে ৪০০ জন করা হবে। যত দিন বাজারে স্বস্তি আসবে না আমরা আমাদের কাজ করে যাব।’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জানান, গত ২ মাসে চট্টগ্রাম বিভাগে স্টেক হোল্ডারদের সাথে ৬১টি মতবিনিময় সভা, ৪ শতাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়েছে এবং ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সভায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এসআর
Comments