সাত দফা দাবিতে সমাবেশ করছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। সমাবেশে ইজিবাইক ও রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন এবং চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। শনিবার ( ২৩ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।
তাদের দাবির মধ্যে রয়েছে: নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশা ও অন্যান্য ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স এবং রুট পারমিট প্রদান; কারিগরি ত্রুটি সমাধান করে ব্যাটারিচালিত যানবাহনকে আধুনিকায়ন করা; ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা; বিদ্যুৎ চুরি ও অপচয় রোধে চার্জিং স্টেশন স্থাপন; এবং সব শ্রমিকের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ঢাকা জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এই নির্দেশ দেয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
মানবকণ্ঠ/এসআর
Comments