Image description

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কাজের জন্য জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এই সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান দৈনিক মানবকণ্ঠকে বলেন, ‘শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিষ্কার করা হবে। প্রস্তুতির নানা ধরনের কাজ রয়েছে।

এ ছাড়া নিরাপত্তার বিষয়ও আছে। তাই আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবস থেকে যথারীতি সবাই প্রবেশ করতে পারবেন।’

মানবকণ্ঠ/আরআই