Image description

ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদী এলাকায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সুত্রে জানা গেছে, ঘণকুয়াশার কারণে রবিবার সকাল ৫টা ২০মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।এসময় রো-রো ফেরি খানজাহান আলী যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে রয়েছে।৩টি ফেরি চিত্রা, হামিদুর রহমান ও ধানসিড়ি আরিচা ঘাটে এবং ২টি ফেরি শাহ আলী ও কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে।

এদিকে রবিবার সকাল সাড়ে ৬টায় মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে ঘণকুয়াশা পড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসময় দু’টি ফেরি হাসনাহেনা ও কেরামত আলী যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে নোঙর করে রয়েছে। এছাড়া ৭টি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিএস ডাঃ গোলাম মাওলা,বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং বাগাইর লোড-আনলোডের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে এবং ২টি ফেরি ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা অফিস সুত্রে জানা গেছে, রাতে কুয়াশা তেমন পড়েনি। শনিবার সকালের দিকে এসে কুয়াশা পড়তে থাকে এবং কুয়াশার ঘণত্ব বেড়ে গেলে নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। এসময় ফেরি চলাচল ঝুকিপূ্র্ণ হয়ে পড়ে। এ অবস্থায় ফেরি চলাচলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা থাকে বলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন।ঘণকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের এজিএম আব্দুস সালাম বলেন, মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া পান্তে রবিবার সকাল সাড়ে ৬টায় ঘণকুয়াশা নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেল ফেরি চালানো খুবই ঝুঝিপূ্র্ণ পড়ে।তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে রবিবার সকাল সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘণকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।

মানবকণ্ঠ/আরআই