Image description

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পরিবেশে অধঃপতন হয়েছে। জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের নেই কোনো ভালো শিক্ষক। একই অবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়েও। অনার্স-মাস্টার্স শিক্ষা কার্যক্রম চালু থাকলেও ভালো কোনো শিক্ষক-শিক্ষার্থী নেই।  

আজ রোববার (২২ ডিসেম্বর) সকালে রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শিক্ষাবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা লেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় অধঃপতন হয়েছে।   

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, উচ্চা শিক্ষায় সমস্যা আছে সন্দেহ নেই। বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষকদের দলীয় লেজুড়বৃত্তি বেড়েছে। দলীয় রাজনীতির কারণে উন্নত শিক্ষার দিকগুলো ঢাকা পড়ে গেছে।