মধ্যরাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ফায়ার সার্ভিসের পদস্থ কর্মকর্তা ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনের বিশেষ টিমের সদস্য ছিলেন।
ফায়ার সার্ভিসের ওই কর্মী তখন আগুন নেভানোর পানির পাইপ স্থাপন করছিলেন। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত তাঁকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানবকণ্ঠ/আরআই
Comments