Image description

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিষয়ে আমলাদের প্রতিক্রিয়া নীতিগতভাবে ঠিক নয়, কোনো গোষ্ঠীর স্বার্থে জীবন দেয়নি মানুষ।শুক্রবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে ঐক্য-সংস্কার-নির্বাচন বিষয়ক সংলাপে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার চায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও প্রাতিষ্ঠানিক করা যায়। অর্ন্তবর্তী সরকার যেভাবে গঠিত হয়েছে, সেটি সাংবিধানিক নয়, আবার বৈপ্লবিক সরকারও নয়। তবে সম্প্রতি আমলাদের এক ধরনের অসহযোগিতা দেখা যাচ্ছে।’

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর সব রাজনৈতিক দলসহ অংশীজনদের নিয়ে আলোচনা হবে। সরকারের পক্ষ থেকে একপাক্ষিক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

এই উপদেষ্টা আরও বলেন, ‘বাহাত্তরের সংবিধান কোনো প্রতিষ্ঠানকে দাঁড়াতে দেয়নি। আহতদের চিকিৎসার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাজ করার সুযোগ ছিল বলে মন্তব্য করেন মাহফুজ আলম।’

মানবকণ্ঠ/আরআই