Image description

৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা মাসিক ভাতার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা।

আজ রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ট্রেইনি চিকিৎসকেরা তাঁদের এ কর্মসূচি শুরু করেন। এতে শাহবাগ মোড়ে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত ২২ ডিসেম্বর একই দাবিতে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার। তবে ওই ঘোষণা প্রত্যাখ্যান করে ফের কর্মসূচি ঘোষণা করা হয়।

ওইদিন আন্দোলনকারীরা জানান, মাসিক ভাতা ৫০ হাজার টাকা বা নবম গ্রেড করার দাবি ২৬ ডিসেম্বর মধ্যে সুরাহা না করায় ২৯ ডিসেম্বর সকাল ১০টায় শাহবাগে মহাসমাবেশের ডাক  দেয় পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিস।