নতুন বছরের শুরুতে দেশজুড়েই ঘন কুয়াশা রয়েছে। একই সঙ্গে বয়ে যাচ্ছে হিমেল বাতাস। এ অবস্থায় ঢাকায় দুপুরের কাছাকাছি সময়ে সূর্যের দেখা পাওয়া গেলেও দেশের উত্তরাঞ্চলে সূর্যের দেখা পাওয়া দুরূহ হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, আগামী ৪ জানুয়ারি পর্যন্ত সারাদেশেই তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। ফলে দেশজুড়েই শীতের প্রকোপও বাড়বে। এই সময়ের মধ্যে ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে, নয় তারিখের পর দেশের কিছু কিছু অংশে শুরু হবে শৈত্যপ্রবাহ।
একইসঙ্গে এই কয়েকদিন মধ্যরাত ও ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে বলেও জানান তিনি।
এদিকে, তাপমাত্রা কমে আসায় কনকনে শীতের প্রকোপে জবুথবু উত্তরের জেলা নীলফামারীর মানুষ। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানিয়েছেন, বুধবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ডিমলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৩.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড নিশ্চিত করেছে।
এছাড়া বুধবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। শৈতপ্রবাহ কেটে গেলেও ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে জেলায়। শীতের প্রকোপ থেকে বাঁচতে সন্ধ্যার পর আগুন পোহাতে দেখা গেছে স্থানীয়দের।
মানবকণ্ঠ/আরআই
Comments