রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে বিশেষ বিমানে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে দশটার দিকে বিমানবন্দরে পৌছায় তাকে বহনকারী গাড়িটি।
এরআগে রাত ৮ টা ১০ মিনিটে বাসা থেকে বের হয়ে বিমানবন্দর উদ্দেশ্য তাকে বহনকারী গাড়িটি রওনা হয়। এসময় গুলশানের বাসার সামনে তাঁকে বিদায় জানান বিএনপির শীর্ষনেতারা। এসময় রাস্তার দুই পাশে নেতাকর্মীদের ভিড় দেখা যায়।
নেতাকর্মীদের উদ্দেশ্য হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন। বাসভবনের বাইরেও ভিড় করেন বিপুল নেতাকর্মী। এছাড়া বিমানবন্দর সড়কেও তাকে একঝলক দেখার জন্য লম্বা লাইন তৈরি হয় নেতাকর্মীদের। পুরো পথ জুড়েই তাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
দীর্ঘ প্রতিক্ষার পর আজ রাতে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় সাড়ে ৭ বছর পর লন্ডন প্রবাসী ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে তার। এর আগে, ২০১৭ সালে চিকিৎসার প্রয়োজনে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
রাতেই ঢাকার হয়রত শাহজালাল বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা। বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে ভিআইপি প্রটোকল পাবেন তিনি।
Comments