Image description

সমালোচনার মুখে সদ্য নিয়োগ পাওয়া সরকারি কর্ম কমিশনের ৬ জন সদস্যের শপথ স্থগিত করা হয়েছে। ‌গত ২ জানুয়ারি নিয়োগ পাওয়া ছয়জন সদস্যের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি)।

তবে নিয়োগ পাওয়াদের মধ্যে তিন সদস্যের ব্যাপারে আপত্তি তুলে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। একই দিন পিএসসিও শপথ অনুষ্ঠান স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে চিঠি দেয়।

পিএসসির চিঠি ও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পিএসসিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান  এ তথ্য নিশ্চত করে জানান, বৃহস্পতিবার পূর্বনির্ধারিত শপথ অনুষ্ঠানটি স্থগিতে পিএসসি থেকে সুপ্রিম কোর্টের যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দেওয়া হয়েছিল। চিঠির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। বিষয়টি পিএসসিকে নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দপ্তরের যথাযথ কর্তৃপক্ষ।

এর আগে বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে শপথ স্থগিত করতে চিঠি পাঠায় পিএসসি। সেখানে বলা হয়, ‘সরকারি কর্ম কমিশনের পরীক্ষা-সংক্রান্ত জরুরি কাজের জন্য নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ৯/০১/২০২৫ তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

চিঠিতে পিএসসির ‘বিতর্কিত’ তিন সদস্যের শপথ না দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা তাদের আবেদনে সদ্য নিয়োগ পাওয়া ডা. সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ ও ড. মো. মিজানুর রহমানের নাম উল্লেখ করেন

এর আগে দুই ধাপে পিএসসিতে আটজন সদস্য নিয়োগ দিয়েছিল সরকার। নতুন ছয়জন নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। তবে নতুন নিয়োগপ্রাপ্তরা এখনো যোগদান করেননি। শপথ গ্রহণ করে তারা কাজে যোগ দেন। তবে সেই শপথ অনুষ্ঠানই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।