Image description

যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন হলেও তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন চীন সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

আগামী ২০ জানুয়ারি বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। ওইদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো অভিষেক হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের।

এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা এরকম বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না। নতুন সরকার এলে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব। স্পেকুলেশন করার কিছু নাই। আমি কবে গেলাম চীনে, সেটা কোনো বিষয় না। আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক হোঁচট খাবে না। আমরা মনে করি, এটা সুন্দরভাবে চলবে।

সম্পর্ক একটা বহমান ধারা উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক চাওয়া-পাওয়ার হিসেব সব সময় একটু-আধটু পরিবর্তন হয়। এরকম যখন হবে, তখন আমরা সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারব বলেই আমি মনে করি।

ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র; কাউকেই অসন্তুষ্ট করতে চান না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র, তিনটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরত্বপূর্ণ। আমরা অবশ্যই একটা ভারসাম্য সম্পর্ক রক্ষা করব। আমরা কাউকে অসন্তুষ্ট করতে চাই না। আমাদের নিজেদের স্বার্থ রক্ষায় তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখব।

মানবকণ্ঠ/এসআরএস