ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে মোট পাঁচটি ফেরি।
মঙ্গলবার মধ্যরাত ২টা থেকে আরিচা-কাজিরহাট এবং সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পদ্মা এবং যমুনা নদীর শিবালয় অংশে কুয়াশা পড়তে শুরু করে। মধ্যরাতের দিকে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এলাকা কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। যে কারণে নৌরুটে ফেরি চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এসময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বনলতা ও বাইগার নামের তিনটি ফেরি এবং আরিচা-কাজিরহাট নৌরুটের মধ্য যমুনায় শাহ আলী ও কৃষাণী নামের দুইটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে আছে। নদী এলাকায় কুয়াশা কমে গেলে ওই সব ফেরিগুলো নিরাপদের ঘাট পন্টুনে আনা হবে।
এছাড়া নদী এলাকায় কুয়াশার প্রকোপ কমে গেলে ফের ফেরি চলাচল শুরু করা হবে। দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাটের ঘাট পন্টুন এলাকায় বেশ কিছু যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে।
ফেরি চলাচল স্বাভাবিক হলে অপেক্ষাকৃত যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হবে বলে জানান নাসির হোসেন চৌধুরী।
মানবকণ্ঠ/আরআই
Comments