Image description

আলোচনায় পুলিশের নতুন পোশাক। শুধু পুলিশ নয়, র‌্যাব এবং আনসার বাহিনীর নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই প্রস্তাব দেন। 

উমামা ফাতেমা বলেন, পুুলিশের দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে গোলাপি ভালো একটি প্রতীক পোশাক হিসেবে। গোলাপি একটি আই সুদিং কালার।

তিনি আরো বলেন, কিন্তু যারা মানুষকে এরেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি পোশাক দেওয়া যায়।

মানবকণ্ঠ/আরআই