Image description

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। যা নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে তার ভক্ত ও সমালোচকদের মধ্যে। ‘ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাইবিরোধী শক্তি’ শিরোনামের ওই পোস্টে তিনি দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন নিজের চিন্তার কথাও।

মাহফুজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান ছিল সব স্তরের মানুষের এক সমন্বিত মিলনমেলা। কিন্তু এখন দেশে নতুন করে বিভিন্ন ষরযন্ত্র শুরু হয়েছে। ফ্যাসিবাদ এবার তার চেহারা বদলে বিভিন্ন রূপে ফিরে আসতে চাইছে। আবার নতুন করে সক্রিয় হতে চাইছে।

তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, দেশের জনগণের বিরুদ্ধে এই ষড়যন্ত্র অবশ্যই রুখে দিতে হবে। কালচারাল ফ্যাসিজম এবং পুরাতন অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের নিরন্তর লড়াই চালিয়ে যেতে হবে। আমরা সেটা চালিয়েও যাচ্ছি। সামাজিক ফ্যাসিবাদ বনাম সেক্যুলারিজ শক্তির ভণ্ডামি আমাদের উন্মোচন করতে হবে।

তা না হলে এ প্রজন্মকে চিরতরে পিছিয়ে দেওয়া হবে, বিচ্ছিন্ন করা হবে। 

সরকারের পক্ষ থেকে মাহফুজ আলম জানান, এই সরকার ১৫০টিরও বেশি আন্দোলন মোকাবেলা করেছে। ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে আবার বাঁচিয়ে তুলেছে। আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে নতুন করে। জুলাই শহীদ ও আহতদের অর্থদান ও পুনর্বাসন থেকে শুরু করে বিচার ও সংস্কারের জন্যে আমরা নিরন্তর কাজ করছি। এখনো জনগণের যেকোনো ন্যায্য দাবি সময়সাপেক্ষ হলেও পূরণ করা হচ্ছে।

সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, আমরা যেদিন আবার রাজপথে নেমে আসব সেদিন প্রতিদিনের ডায়েরিতে টুকে রাখা আমাদের দিন-রাতের কাজগুলোর আমলনামা নিয়ে জনগণের সামনে আসব। কিন্তু আপনারা জুলাইবিরোধী শক্তি যাবেন কোথায়? জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারকরা পালাবেন কোথায়? আপনাদের আমলনামাও আমরা রাখছি। ভাবাদর্শ আর ভিনদেশের পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে, এটার জবাব দিবে জনগণ! সময় থাকতে মিত্রদের জড়ো করুন এবং শত্রুদের চিহ্নিত করুন।

মাহফুজ আলমের এই ফেসবুক পোস্ট দেশের পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার কথাগুলো শুধু ফেসবুকেই সিমাবদ্ধ থাকেনি, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিসের ইঙ্গিত দিলেন তিনি? এই প্রশ্ন সবার মনেই জাগছে।

মানবকণ্ঠ/এসআরএস