Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাচ্ছেন শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে তাদের নিয়ে যাওয়া হয়েছে। 

১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন— মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

এর আগে, বিকাল ৩টা ৪০মিনিটের দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন এসব শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বাঁধা পেয়ে শিক্ষকরা রাস্তার উপরে বসে পড়েন। 

পরে পুলিশ কর্মকর্তারা তাদের আলোচনার প্রস্তাব দেন। এসময় শিক্ষকরা এতে রাজি হয়ে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের নাম প্রস্তাব করেন৷ পরে ৪টা ৪০ মিনিটের দিকে তাদের শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

মানবকণ্ঠ/আরএইচটি