Image description

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন। আন্দোলনরত শিক্ষকদের সাথে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় আগামী রবিবার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় (যমুনা) অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামছুল আলম বলেন, ১৯৭৮ সালের ৯ অর্ডিন্যান্স ২ এর ধারা মোতাবেক প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় ১৯৮৬ সালের ২৩ ফেব্রুয়ারি ১৪২ (৪০) নং স্মারকে প্রকাশিত প্রজ্ঞাপনে প্রাইমারী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমমান নির্ধারন করা হয়েছে। ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্ট্রার প্রাইমারী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরকে ৫০০ টাকা ভাতা প্রদান করা হয়।

জাতীয় শিক্ষা নীতিমালা ২০১০ এর নির্দেশনা অনুযায়ী দেশের প্রাথমিক শিক্ষার ন্যায় ইবতেদায়ী শিক্ষাদান কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হয়ে আসছে। বিগত সরকার ২৬ হাজার ১৯৩টি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে ২০১৩ সালে ৯ জানুয়ারি জাতীয়করণ ঘোষণা করে। কিন্তু অতি দুঃখের বিষয় ১টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ করা হয়নি।

আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. আল আমিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষনার দাবিতে আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৬ষ্ঠ দিনের মত অবস্থান ধর্মঘট চলমান। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন প্রতিনিধি আন্দোলনরত শিক্ষকদের সাথে যোগাযোগ করেনি। ফলে আগামী ২৬ জানুয়ারী রোববার অবস্থান ধর্মঘট থেকে সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদান করা হবে।

এ সময় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সরকার-ই আলিয়া মাদ্রাসার প্রতিনিধি মো. ওমর ফারুক, আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম, মাও. জহুরুল আলম, মাও. মো. নূরুল আমীন, মাও. মোঃ আব্দুল হান্নান, মাও. রবিউল ইসলাম, মাও. মোঃ শামসুল হক আনসারী, মো. আ. রহমান, মো. তমিজ উদ্দিন, মো. তারেক আজিজ, মাও. মোঃ সাইফুল ইসলাম, নুরুন্নবী আলী, মাষ্টার শওকত আলী, মাও. নাজমুল হুদা, মো. মনিরুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা।

মানবকণ্ঠ/আরএইচটি