Image description

বাংলাদেশ নারী ফুটবল দলসহ ভাষা, শিল্প, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর একুশে পদক পাচ্ছেন ১৪ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠান। এর মধ্যে ছয়জন মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।

দেশের ১৪ বিশিষ্ট ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে ‘একুশে পদক-২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন।

মেয়েদের ফুটবলে অসামান্য অগ্রগতি ও অবদানের জন্য ক্রীড়ায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টানা দুবার নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে তাদের পুরস্কারে ভূষিত করা হয়েছে। 

এছাড়া প্রয়াত কবি হেলাল হাফিজ, কথাশিল্পী শহীদুল জহির, আলোকচিত্রী নাসির আলী মামুনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিককে চলতি বছর (২০২৫) একুশে পদক দেওয়া হবে।

একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

মানবকণ্ঠ/আরআই