Image description

সারজিস আলমের আশ্বাসে প্রায় ৬ ঘণ্টা পর সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা। এরপর শাহবাগ এলাকায় যান চলাচল শুরু হয়। ৫ দফা দাবিতে সকাল ১১ টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। এরপর অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার না করা হলে তা হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধমতা, প্রয়োজনে আবার জীবন দিয়ে হলেও তার বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি শহিদ পরিবারের সাথে ছাত্র প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে তাদের সকল যৌক্তিক দাবি উপদেষ্টাদের কাছে পৌছে দেয়ার ও রবিবারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসও দেন তিনি। উপদেষ্টাদের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে কিন্তু প্রতিফলন দেখিনি উল্লেখ করে সারজিস বলেন, জুলাই আন্দোলনে অংশ নেয়া সবার যৌক্তিক দাবি বুঝিয়ে দিতে।

বেলা সাড়ে তিনটার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তিনি আন্দোলনকারীদের জানান, প্রধান উপদেষ্টা আগামী রোববার শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে বসবেন। তবে তার কথায় অবরোধ থেকে সরেননি তারা। এরপর বিকেল পৌনে পাঁচটার দিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ঘটনাস্থলে আসেন এবং ঘণ্টাখানেক শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে শহিদ পরিবারের সদস্যরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

মানবকণ্ঠ/আরআই