Image description

২৯ মিলিয়ন ডলার মার্কিন সহায়তা ইস্যুতে বাড়াবাড়ি করতে চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ মার্চ)  বিকেলে এক ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে ট্রাম্পের বক্তব্যের প্রভাব পড়বে না। 

ট্রাম্পের দাবি করা ২৯ মিলিয়ন ডলারের প্রকল্পের হদিস পায়নি বাংলাদেশ সরকার। সোমবার এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে উপদেষ্টার দাবি, ট্রাম্পের তথ্য অসত্য। এ নিয়ে প্রতিবাদ জানাতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে ডাকা হবে কি না প্রশ্ন করা হয় উপদেষ্টাকে।   

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘প্রেসিডেন্ট(ডোনাল্ড ট্রাম্প) বলেছেন একটা, কিন্তু তিনি কাউকে দোষারোপ করেননি। আমরাও দেখেছি এরকম কোনো কিছু নেই। কাজেই এ নিয়ে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখি না। এনিয়ে বাড়াবাড়ি করার কোনো কারণ দেখি না।’