
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা পরিবারের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
শুক্রবার রাজধানীর ধানমণ্ডির গ্রিন রোডে বাইতুল আকসা মসজিদে সকাল ১১টার দিকে ড. আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ।
ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘তার (ড. আরেফিন সিদ্দিক) দুটো জানাজার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। সে অনুযায়ী তার কবরের স্থান নিয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের সঙ্গে আলাপের মাধ্যমে। আমরা পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানাই।’
উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে তার (ড. আরেফিন সিদ্দিক) জন্য বিশেষ দোয়া মোনাজাত হবে।’
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ছাড়াও সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নেন তার সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য গুণগ্রাহীরা।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুমা ধানমণ্ডির ঈদগাহ মসজিদে ড. আরেফিন সিদ্দিকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
মানবকণ্ঠ/আরআই
Comments