Image description

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানা শ্রমিকেরা। এতে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকেরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে এই অবরোধ করেন। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। সড়ক অবরোধের ঘটনায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কারখানার শ্রমিকদের দাবি, এবার ঈদুল ফিতরের ছুটি ১০ দিন ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ঈদের ছুটি ১০ দিনের পরিবর্তে ১২ দিন দাবি জানান তাঁরা। কিন্তু শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নেয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দেয়। পরে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।