Image description

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। শুক্রবার সকাল থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

এর আগে একই কারখানার শ্রমিকেরা শুক্রবার রাতে সড়কটি অবরোধ করে বিক্ষোভ করে। ওই সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার ও কাঠ টুকরো ফেলে আগুন ধরিয়ে দেন। রাত সাড়ে ১২টা পর্যন্ত কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে কোনো সমাধান না পেয়ে অনেকে ফিরে যান। তবে কিছু সংখ্যক শ্রমিক কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে রাত্রিযাপন করেন।

শুক্রবার সকালে একই দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনের সড়কে টুল ফেলে অবরোধ করে ফের বিক্ষোভ প্রদর্শন করেন।

ভুক্তভোগী শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করে আসছেন। যাদের চাকরির মেয়াদ একবছর পূর্ণ হয়েছে তাদের ২০ মার্চ ঈদ বোনাস দিয়েছে মালিকপক্ষ। শনিবার থেকে ঈদের ছুটি শুরু হলেও এখনও পর্যন্ত কারখানার শতাধিক শ্রমিককে গত জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।

বৃহস্পতিবার সকালে শ্রমিকদের পাওনা পরিশোধের কথা ছিল। দিনটিতে টালবাহানা করে কারাখানা কর্তৃপক্ষ।  এতে ক্ষুব্ধ শ্রমিকরা রাত ৯টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে শ্রমিকরা রাতে কারখানা থেকে বেরিয়ে সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ইসমাইল হোসেন বলেন, ‌বৃহস্পতিবার রাত থেকে বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে। রাতে সমস্যার কোনো সমাধান না হওয়ায় শুক্রবার সকালে শ্রমিকরা ফের কারখানার সামনে অবস্থান নিয়েছেন। মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আলোচনা করে সমস্যার সমাধানের পথ খোঁজা হবে।