
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্য রেখায় পণ্য চোরাচালানের সময় মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ আব্দুস সালাম নামে (৪২) এক বাংলাদেশি আহত হয়েছেন। তার পায়ের গোঁড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১২টা দিকে চাকঢালা সীমান্তে ৪৪ নাম্বার পিলারে শূন্য লাইনে এ ঘটনা ঘটে। আহত আব্দুস সালাম চাকঢালা সদর ইউনয়নে চেরারমাঠ এলাকায় মৃত আফজালের ছেলে।
স্থানীয়রা জানায়, সালাম দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে বাংলাদেশে পণ্য পাচার কাজে জড়িত ছিলেন। প্রতিদিনের মতো আজ দুপুরে বাংলাদেশি পণ্য নিয়ে চোরাই পথে মায়ানমার অভ্যন্তরে যান সালাম। ফেরার পথে চাকঢালা সীমান্তে ৪৪নং পিলারে শূন্য লাইনে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।
বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম (ক্রাইম এন্ড অপস্) বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে বলে শুনেছি। তবে কী কারণে সীমান্তের ওপারে গেছে, কীভাবে মাইন বিস্ফোরণের আহত হয়েছে তা জানা যায়নি।’
এর আগে, ২৬ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেমুছড়ি সীমান্তবর্তী ৪৯নং পিলারের মিয়ানমারের অভ্যন্তরে মোহাম্মদ বাবু নামে একজন আহত হয়।
Comments