Image description

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

শনিবার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে থানার এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তবে গুঞ্জন উঠেছে, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জন্য এ প্রতিশোধ নেওয়া হয়েছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বাকলিয়া থানা এলাকা থেকে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।